বলিউড অভিনেতা সাইফ আলী খানের প্রথম ঘরের সন্তান সারা আলী খান সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইযর্কস্থ কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছে। এর প্রমাণ সমাবর্তনের গাউন পরিহিত তার একটি ছবি ইন্টারনেটে ছুটছে। সারার পড়াশোনা শেষ হওয়ায় তার ভক্তদের জন্য তা একপ্রকার সুখবর-ই বটে। এর ফলে বলিউডে শিগগিরই তার অভিষেক ঘটতে যাচ্ছে। করণ জোহরের সুপারহিট মুভি 'স্টুডেন্ট অব দ্য ইয়ার'র সিক্যুয়ালে সাইফকন্যা সারা অভিনয় করতে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে। খবর সত্যি হলে বলিউডে পতৌদি পরিবারের আরেক সদস্যের পদার্পণ ঘটছে তাহলে।
উল্লেখ্য, সাইফ ও তার প্রথম স্ত্রী অমৃতার বড় সন্তান হচ্ছেন সারা। সারা ছাড়াও তাদের ইব্রাহিম নামে এক ছেলে সন্তান রয়েছে। সাইফ ও অমৃতা ১৯৯১ সালে বিয়ে করেছিলেন। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/১৯ মে ২০১৬/শরীফ