নাম অঙ্কুর ভাটিয়া। জন্ম ভারতে হলেও এখন নিউইয়র্কের বাসিন্দা। আর তিনিই হচ্ছেন ঐশ্বরিয়া রায় বচ্চনের নতুন স্বামী। তার মানে, বলিউড সুন্দরীর জীবন থেকে অভিষেক বচ্চন আউট।
না, ব্যাপার অতটা গুরুতর কিছু নয়। আসলে ঐশ্বরিয়ার নতুন ছবি ‘সর্বজিৎ'-এ বচ্চনবধূর স্বামীর ভূমিকায় দেখা যাবে অঙ্কুরকে।
২০১০ সালে পায়েল শেটি পরিচালিত ‘গ্রান্ট স্ট্রিট শেভিং কোম্পানি’ নামের একটি শর্ট ফিল্মে প্রথম অভিনয় করেন অঙ্কুর। এরপর ২০১২ সালে কমেন্ডেশন অ্যাওয়ার্ডে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জেতেন তিনি। এবার বলিউডে অভিষেক ঘটতে চলেছে তার। তাও আবার ঐশ্বরিয়ার বিপরীতে। দেখা যাক, তিনি কতটা সফল হতে পারেন বলিউডে।
বিডি-প্রতিদিন/১২ মে, ২০১৬/মাহবুব