রীতিমতো চমক! একেই হয়তো বলে রাজকীয় প্রত্যাবর্তন! বিপুল জয়ে জিতলেন মমতা বন্দোপাধ্যায়। আর তার এই জয়ের পর টুইট বার্তায় শুভেচ্ছা জানালেন টলিউড তারকারা। খবর আনন্দবাজার পত্রিকার।
প্রযোজক মহেন্দ্র সোনি লিখেছেন, 'উইনিং সেলফি। বিগ কনগ্র্যাচুলেশন।'
সম্প্রতি মমতাপন্থী হয়েছেন পরিচালক অরিন্দম শীল। তিনি ভোটের চূড়ান্ত ফলাফল ঘোষণার আগে আজ সকালে টুইট বার্তায় বলেন, 'আগাম বেস্ট উইশ।'
পরিচালক সুজিত সরকারের টুইট, 'অনেক অনেক অভিনন্দন দিদি।'
পরিচালক বিরসা দাশগুপ্ত বললেন, 'মানুষ দিদিকে লিডার হিসেবে চেয়েছেন। সেটা প্রমাণিত। আগমনী শুরু।'
সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের টুইট, 'গো, গ্রিন...কনগ্র্যানস...দিদি।'
বিডি-প্রতিদিন/ ১৯ মে, ২০১৬/ আফরোজ