অসংখ্য পুরস্কার বিজয়ী ইরানের চলচ্চিত্র নির্মাতা আব্বাস কিয়ারোস্তামি আর নেই। সোমবার প্যারিসের একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান (ইন্না নিল্লাহি...রাজিউন)।
ইরানের বার্তা সংস্থাগুলোর বরাত দিয়ে বিবিসি জানায়, ৭৬ বছর বয়সী কিয়ারোস্তামি ক্যান্সারের সাথে লড়ছিলেন।
৪০ টির বেশি সিনেমা নির্মাণ করেছেন তিনি। ১৯৯৭ সালে ‘টেস্ট অব চেরি’ সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র পুরস্কার পাম ডি ওর জিতে নেয়।
তার অন্য উল্লেখযোগ্য সিনেমা ক্লোজআপ, দ্য উইন্ড উইল ক্যারি আস।
ইরানের বিপ্লব পরবর্তী নতুন চলচ্চিত্র আন্দোলন বা ইরানি নিউ ওয়েভের রূপকার বলা হয় আব্বাস কিয়ারোস্তামিকে।
বিডি-প্রতিদিন/০৫ জুলাই, ২০১৬/মাহবুব