মুম্বাই হাইকোর্টের রায়ে বেকসুর খালাস পেয়েছিলেন বলিউড অভিনেতা সালমান খান। এরপর শুরু হয়েছিল খান পরিবারে উৎসব। অন্যদিকে গোটা ভারত উত্তাল হয়েছিল প্রতিবাদে আর ব্যঙ্গে। প্রশ্ন উঠেছিল বিচার ব্যবস্থা নিয়েও!
এবার সেই ছবিটা পুরোপুরি ঘুরে গেল। সালমান খানের বিরুদ্ধে চলা ২০০২ সালের হিট অ্যান্ড রান মামলা ফের উঠল আদালতে। এবার সুপ্রিম কোর্টে। মুম্বাই হাইকোর্টের রায়ের বিরুদ্ধে স্বীকৃত হল মহারাষ্ট্র সরকারের আপিল।
জানা গেছে, সালমান খান এবং পরিবারের পক্ষ থেকে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আবেদন করা হয়েছিলল। সে জন্য তারা ফাস্ট ট্র্যাক কোর্টে মামলাটির শুনানির আবেদন জানিয়েছিলেন।
কিন্তু খান পরিবারের সেই আবেদন খারিজ করে দিয়েছেন সর্বোচ্চ আদালত। সে দেশর বিচারপতি খেহরের বেঞ্চ জানিয়েছে, মামলাটির দ্রুত নিষ্পত্তি করতে হলে খান পরিবারকে সরাসরি দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির দ্বারস্থ হতে হবে।
বিডি প্রতিদিন/৫ জুলাই ২০১৬/হিমেল-০১