ভারতের জনপ্রিয় 'সিংগাম' মুভি সিরিজের পরবর্তী সংস্করণ 'সিংগাম ৩' নির্মাণ করছেন হরি। মুভিটিতে একজন সাংবাদিকের চরিত্রে শ্রুতি হাসান অভিনয় করছেন বলে খবরে বলা হয়েছে। সম্প্রতি অন্ধ্র প্রদেশের বিশাখাপাতনামে মুভিটির শুটিং সেটে দেখা গেছে 'দ্য রেইস গুররাম' খ্যাত এই অভিনেত্রীকে। মুভি ইউনিটের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র সাংবাদিকের চরিত্রে শ্রুতির অভিনয়ের কথা নিশ্চিত করেছে। খবর ইন্ডিয়া টুডে'র
বাবা কমল হাসানের কমেডি থ্রিলার 'সাবাশ নাইড়ু' মুভিতে অভিনয়ের জন্য যুক্তরাষ্ট্রে ছিলেন শ্রুতি ছিলেন। 'সিংগাম ৩' মুভিতে অভিনয়ের জন্যই তিনি সেখান থেকে ভারতে উড়ে আসেন।
'সিংগাম ৩' মুভিতে শ্রুতির বিপরীতে আছেন অভিনেতা সুরিয়া যিনি এতে একজন আইপিএস পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন। একটি গুরুত্বপূর্ণ মামলার জট খুলতে সুরিয়াকে সহায়তা করেছেন সাংবাদিক বিদ্যা [শ্রুতি]। সুরিয়ার সঙ্গে এটা শ্রুতির দ্বিতীয় মুভি। এর আগে 'এজাম আরিভু' নামে একটি সুপারহিট স্কাইফাই মুভিতে অভিনয় করেন এ দু'জন।
চলতি বছর দিওয়ালীতে 'সিংগাম ৩' মুক্তির কথা রয়েছে।
বিডি-প্রতিদিন/৯ জুলাই ২০১৬/শরীফ