গুলশানে সন্ত্রাসী হামলার পর বাংলাদেশে আবারও হামলার হুমকি দিয়ে ভিডিও প্রকাশ করা তিন তরুণের মধ্যে একজন ছিলেন জন আরাফাত ওরফে তুষার। ভিডিওবার্তাটি প্রকাশের পর জোর গুঞ্জন, দেশের আলোচিত মডেল নায়লা নাঈমের সাবেক স্বামী ছিলেন এই তুষার। তবে নায়লা নাঈমের দাবি, তুষার এক সময় তার কাছের বন্ধু ছিল। তবে এখন সে কী করছে, এ বিষয়ে বিন্দুমাত্র ধারণা নেই।
বুধবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান সাইট ইন্টেলিজেন্স দাবি করেছে, তিন তরুণের ওই ভিডিওবার্তা জঙ্গি সংগঠন আইএসের। আর ওই তিন তরুণের মধ্যে একজন জন আরাফাত ওরফে তুষার, যিনি পেশায় একজন দন্ত চিকিৎসক ছিলেন।
এ বিষয়ে নায়লা নাঈম বলেন, ‘তুষার আমার ডেন্টাল কলেজের ক্লাসমেট ছিল এবং অনেক কাছের বন্ধু ছিল। গ্র্যাজুয়েশন শেষ করার পরও তার সঙ্গে আমার যোগাযোগ হতো। কিন্তু গত ৩/৪ বছর ধরে তার সঙ্গে আমার যোগাযোগ নেই। এমনকি, সে এখন কী করছে, এ বিষয়ে আমার বিন্দুমাত্র ধারণা নেই।
ওই তিন তরুণ ভিডিওবার্তার মাধ্যমে গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলাকারীদের প্রশংসা করেন এবং বাংলাদেশে আরও হামলার হুমকি দেন।
বিডি-প্রতিদিন/০৯ জুলাই, ২০১৬/মাহবুব