ইমতিয়াজ আলির পরের ছবিতে অভিনয় করছেন শাহরুখ খান ও আনুশকা শর্মা। এমনটাই জানিয়েছেন বলিউডের কিং খান। শাহরুখ বলেন, সিরিয়াস ছবির চাইতে হালকা মেজাজের কাহিনীনির্ভর ছবিতে বেশি ভালো লাগে। ‘জব উই মেট’ আর ‘হাইওয়ে’ দেখে বেশ ভালো লেগেছির জানিয়ে তিনি বলেন, ছবিগুলো দারুণ লেগেছিল। ও রকমই একটা ছবিতে অভিনয় করতে চেয়েছিলেন তিনি।
চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ। শিগগিরই শুরু হবে শুটিং। অন্যদিকে, আনন্দ এল রাইয়ের একটি ছবিতে কাজ করার কথা চলছে বলেও জানান তিনি। তবে আপাতত গৌরী শিণ্ডের ছবির কাজেই ব্যস্ত আছেন শাহরুখ খান। ওই ছবিতে তার বিপরীতে রয়েছেন আলিয়া ভাট।
বিডি-প্রতিদিন/ ১০ জুলাই, ২০১৬/ আফরোজ