চলতি বছরের এখন পর্যন্ত বলিউড বক্স অফিসে গড়া সমস্ত রেকর্ড ভেঙে দিয়েছে সালমান খান ও আনুশকা শর্মা অভিনীত 'সুলতান' মুভিটি। মুক্তির চারদিনের মধ্যেই এটি বিশ্বব্যাপী মোট ২০৬ কোটি রুপি আয় করেছে বলে 'বক্স অফিস ইন্ডিয়া' জানিয়েছে। এর মধ্যে শুধু ভারতে এটির আয় দাঁড়িয়েছে ১৪৮ কোটি। আর বিশ্বের অন্যান্য দেশে এটি আয় করেছে ৮.৬ মিলিয়ন ডলার। বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে পাকিস্তানে মুভিটি ১৫০ মিলিয়ন রুপি আয় করেছে বলে জিও ফিল্মস জানায়। গত ৫ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে আলী আব্বাস জাফর পরিচালিত সুলতান। খবর টাইমস নিউজ নেটওয়ার্কের
বিডি-প্রতিদিন/১১ জুলাই ২০১৬/শরীফ