একই গানে কণ্ঠ দিলেন গান ও অভিনয়ের তিন শিল্পী। ‘গেম রিটার্নস’ ছবির ‘মনের মঞ্জিল’ শিরোনামের একটি গানে দিনাত জাহান মুন্নী ও আরফিন রুমির সঙ্গে কণ্ঠ দিয়েছেন চিত্রনায়ক নিরব।
এবারই প্রথম কোনো গানে শোনা যাবে নিরবের কণ্ঠ। তার অভিনীত ‘গেম রিটার্নস’ ছবির জন্য তৈরি হয়েছে গানটি। এর কোরাস লাইন আবৃত্তি করেছেন জনপ্রিয় এই অভিনেতা।
গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন আরফিন রুমি। তার স্টুডিওতে গত সোমবার রাতে রেকর্ডিং সম্পন্ন হয়। এটি লিখেছেন জনি হক।
গানে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে নিরব বললেন, ‘অভিনয় করতে গিয়ে সংলাপ বলি। এটাও অনেকটা অভিনয়ের মতোই। তবে অন্যরকম ভালো লাগা একটা বিষয় এখানে কাজ করেছে। কোরাস লাইন দুটো খুব পছন্দ হওয়ায় আবৃত্তি করলাম। আরফিন রুমি আমাকে এ কাজে উদ্বুদ্ধ করেছে।’
এদিকে আরফিন রুমি জানালেন, কাওয়ালি ধাঁচের গান এটি। তার কথার রেশ ধরে দিনাত জাহান মুন্নী বললেন, ‘কাওয়ালি গান সবসময় শ্রুতিমধুর হয়। সুর, সংগীত, গানের অন্ত্যমিল ভালো হয়েছে। সব মিলিয়ে গানের আঙ্গিকটা ভালো লেগেছে আমার। স্কেলটা একটু চওড়া। শ্রোতাদের অন্যরকম লাগবে গান শুনে।’
রয়েল খান পরিচালিত ‘গেম রিটার্নস’ ছবিতে নিরবের সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা ও লাবণ্য লি।
বিডি-প্রতিদিন/১২ জুলাই, ২০১৬/মাহবুব