প্রত্যাশা প্রচুর ছিল কিন্তু সাড়া তেমন ফেলতে পারল না হৃত্বিকের ‘মহেঞ্জো দারো’। তবে তাতে দর্শকদের কাছে চাহিদা একটুও কমেনি এই বলিউড তারকার। বলিউডে গুঞ্জন চলছে, নিজের আগামী ৬ ছবির জন্য ৫৫০ কোটি টাকার স্যাটেলাইট চুক্তি সই করেছেন হৃত্বিক। চুক্তির এই অঙ্কে সালমান খানকেও টপকে গিয়েছেন এই বলিউড সুপার হিরো।
২০১৩ সালে সালমান প্রথম এই ধরনের চুক্তি সই করেন। যাতে ২০১৭ সাল পর্যন্ত তার প্রত্যেক ছবির টেলিভিশন রাইটের বিনিময়ে ৫০০ কোটি টাকা নেন তিনি। সম্প্রতি বরুণ ধাওয়ানও ৩০০ কোটির বিনিময়ে এই ধরণের চুক্তি সই করেছেন।
তবে সবাইকে টপকে এখন পর্যন্ত এগিয়ে হৃত্বিকই। এর অন্যতম কারণ হিসেবে রোশনপুত্রর ধারাবাহিকতাই দায়ী বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে ‘মহেঞ্জো দারো’ সেই ধারাবাহিকতা কতটা বজায় রাখবে তা নিয়ে প্রশ্ন থেকেই গেল।
বিডি প্রতিদিন/১২ জুলাই ২০১৬/হিমেল-০৪