দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত তার টুইটার অ্যাকাউন্ট- @superstarrajani থেকে আনফলো করে দিলেন বলিউড বাদশা শাহরুখ খান ও আমির খানকে। তবে আরও অবাক হওয়ার কথা হল, রজনীকান্ত কখনও টুইটারে SRK কিংবা মিঃ পারফেকশানিস্টকে ফলোও করেননি। ভাবছেন তাহলে আনফলো কিভাবে হলো?
আসলে জানা গেছে যে, থালাইভার টুইটার অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছিল। হ্যাকার সেটি হ্যাক করে বাজে মন্তব্য করার পাশপাশি শাহরুখ ও আমির খানকে 'ফলো' করে দেয়। এদিকে সৌভাগ্য বশত, রজনীকান্ত তার টুইটার অ্যাকাউন্টটি হ্যাকারের কাছ থেকে ফিরে পান।
রজনীকান্তের হড় মেয়ে ঐশ্বর্য আর ধানুশ জানিয়ে দিয়েছেন যে তার বাবার অ্যাকাউন্ট এখন ঠিক আছে। কিন্তু যেহেতু রজনীকান্ত নিজে কখনও এর আগে শাহরুখ ও আমিরকে ফলো করেননি, ফলে অ্যাকাউন্টটি তার হাতে ফিরে আসায় ওই দুই বলি তারকাই আবার 'আনফলো' হয়ে যান।
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/৯ আগস্ট ২০১৬/হিমেল-১৬