গান এবং রাজনীতি—দুই অঙ্গনেই রয়েছে তার নাম, তিনি হলেন বাবুল সুপ্রিয়। ভারতের আসানসোল থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তারপর কেন্দ্রের মন্ত্রী হয়েছেন সুপ্রিয়। আজ মঙ্গলবার রাত ৮টায় পার্টি দিল্লির অশোকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বাবুলের বিয়ে। গাঁটছড়া বাঁধছেন এয়ার হোস্টেস রচনা শর্মার সঙ্গে।
আজকের অনুষ্ঠানে আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অবশ্য যোগ দিতে পারেননি। তবে বাবুলকে এসএমএস করে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
বাবুল সুপ্রিয় প্রথমবার বিয়ে করেন ১৯৯৫ সালে। ১৯৯৯ সালে একটি কন্যা সন্তানের বাবা হন তিনি। ২০১৫ সালের অক্টোবরে প্রথম স্ত্রী রিয়ার সঙ্গে তার বিবাহবিচ্ছেদ হয়।
বিডি-প্রতিদিন/ ০৯ আগস্ট, ২০১৬/ আফরোজ