ট্রেলারেই সাড়া ফেললো বলিউডের নতুন সিনেমা পিংক। পুরুষশাসিত সমাজে নারীর প্রতি যে মানসিকতা, তারই বাস্তব চিত্র ফুটে উঠেছে এই ছবিতে।
থ্রিলার ঘরানার এই সিনেমা দিয়েই বলিউড অভিষেক হচ্ছে বাঙালি পরিচালক অনিরুদ্ধ রায় চৌধুরীর। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছেন পিকু এবং ভিকি ডোনারখ্যাত পরিচালক সুজিত সরকার এবং রেশমী শর্মা।
পিংকে বলিউড মেগাস্টার অভিনয় করেছেন একজন রাগান্বিত আইনজীবীর চরিত্রে। আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু।
চলতি বছর আন্তর্জাতিক নারী দিবসে দিল্লিতে শুরু হয় ছবির শুটিং। মঙ্গলবার মুক্তি পেয়েছে ছবির ট্রেইলার। এক রাতেই দেখে ফেলেছে সাড়ে ১৭ লাখ দর্শক। রাতারাতি ইউটিউবে ঝড় তোলা পিংক ছবিটি আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পাবে।
বিডি-প্রতিদিন/১০ আগস্ট, ২০১৬/মাহবুব