বয়ফ্রেন্ডের কোলে বসে ছবি তুলে, সেই ছবি প্রচার করে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বলিউড অভিনেত্রী লিজা হেডেন।
ব্যস্ততার মাঝে লিজা ছুটি কাটাতে গিয়েছিলেন লন্ডনে। আর সেখানে তার সঙ্গী ছিলেন বয়ফ্রেন্ড দিনো লালভানি। ৪১ বছরের দিনো লালভানি পাকিস্তানের বিখ্যাত শিল্পপতি গুল্লু লালভানির ছেলে। গত বছর অক্টোবরে লিজা নিজেই তাদের প্রেমের খবর প্রকাশ করেন। এরপর নানা জায়গায় দুজনকে একসঙ্গে দেখা গেছে।
সম্প্রতি লিজার সঙ্গে দিনোর এক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। ছবিটিতে দেখা যাচ্ছে বয়ফ্রেন্ড দিনোর কোলে বসে আছেন লিজা।
উল্লেখ্য, লিজা হেডেন অভিনীত 'হাউসফুল-৩' সুপারহিট হওয়ার পর তার কাছে এখন অনেক নতুন ছবির অফার আসছে।
বিডি প্রতিদিন/ ১০ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন