খুব অর্থ কষ্টে বড় হয়েছেন বলিউড অভিনেত্রী নার্গিস ফাখরি। সম্প্রতি সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন তিনি নিজেই।
নার্গিস ফাখরি বলেন, ‘আমি খুব অর্থ কষ্টে বড় হয়েছি এজন্য আমি সংগীতের শিক্ষা নিতে পারিনি। এটি আমার কাছে খুবই দুঃখের একটি বিষয়। আমি মনে করি কোনো সংগীত যন্ত্র বাজাতে জানা সত্যিই অনেক চমৎকার এবং প্রতিভার ব্যাপার।’
‘আমাকে অনুপ্রেরণা দেওয়ার জন্য আশেপাশে কেউ ছিল না। কিন্তু আমার প্রথম সিনেমার পর আমি অনুপ্রাণিত হয়ে অ্যাকুস্টিক গিটার শেখার চেষ্টা করি। এটি আমার জন্য খুব কঠিন কিন্তু আমি এখনো চেষ্টা করছি বলে জানান তিনি।’
রণবীর কাপুরের বিপরীতে রকস্টার সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এ অভিনেত্রী। এ সিনেমার পর অ্যাকুস্টিক গিটার শেখা শুরু করেন।
বিডি প্রতিদিন/ ১০ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন