যুক্তরাষ্ট্রের 'সিয়াটল দক্ষিণ এশীয় চলচ্চিত্র উৎসব' আগামী ১৪-২৩ অক্টোবর, ২০১৬ যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে শুরু হতে যাচ্ছে। এবার উৎসবের ১১তম আসর। এ আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে স্থান পেয়েছে খন্দকার সুমন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'পৌনঃপুনিক'। আগামী ১৬ সেপ্টেম্বর, ২০১৬ বেলভিউ আর্ট মিউজিয়ামে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
সমাজের অবদমিত অধ্যায়ের অস্পৃশ্য নারীর দ্রোহ ও শেকল ভাঙার অদম্য সাহস, স্বপ্ন, লড়াই এবং হেরে গিয়ে যাপিত জীবনের পুনরাবৃত্তির ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'পৌনঃপুনিক' – 'The Hamster Wheel Rebellion'।
একজন ভাসমান যৌনকর্মীর অন্ধকার জগতের বাসিন্দা হয়েও তার সন্তানের আলোকজ্জল জীবনের স্বপ্ন দেখা, সেই স্বপ্ন বাস্তবায়নের পথে সমাজের বাঁধা বিপত্তিকে দূর করার অদম্য জেদ এবং সন্তানের জীবনে শিক্ষার আলো পৌঁছে দেয়ার প্রচেষ্টায় আবর্তিত হয়েছে 'পৌনঃপুনিক' এর গল্প।
গল্পটি রচনা করেছেন কিংশুক ভট্টাচার্য, চিত্রগ্রহণে ছিলেন বিদ্রোহী দীপন। আইডিয়া এক্সচেঞ্জ এর প্রযোজনায় এবং মোশন ভাস্করের সৃজনশীলতায় চলচ্চিত্রটির চিত্রনাট্য এবং পরিচালনা করেন খন্দকার সুমন।
পৌনঃপুনিক এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল এবং অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রানী সরকার, ফজলুল হক, ফারজানা, রওশন আরা মুক্তি, মিতু রহমান, ফারজানা রুমি এবং মানিক বাহার।
বিডি-প্রতিদিন/এস আহমেদ