ফের সংবাদ শিরোনামে সোনাক্ষী সিন্হা। বেশ কিছু দিন ধরেই বলিউডে জোর জল্পনা চলছে তার প্রেম নিয়ে। এ বার আরও এক ধাপ এগিয়ে তার বিয়ের খবরে জল্পনার ঝড় উঠেছে বলিউড টাউনে।
কিছু দিন আগেই মুম্বাইয়ের একটি জনপ্রিয় ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয় সোনাক্ষী নাকি রাত কাটিয়েছেন তার বয়ফ্রেন্ড বান্টি সচদেবের সঙ্গে! এই খবরে বেজায় চটেছিলেন সোনাক্ষী। এ বার সেই ওয়েবসাইটেই প্রকাশিত হল সোনাক্ষীর বিয়ের খবরও।
খুব সম্প্রতি প্রকাশিত ওই ওয়েবসাইটের খবরে বলা হয়েছে, কিছু দিন আগেই বান্টি সচদেব প্রপোজ করেন সোনাক্ষীকে। খবরে দাবি করা হয়েছে, ‘দাবাং গার্ল’ প্রত্যাখ্যান করেননি বান্টিকে। আর এ বার অপেক্ষা শুধু বিয়ের দিন-ক্ষণ ঘোষণার।
এই খবর কতটা সত্যি তা বলা এখনই সম্ভব নয়। কারণ, এ ব্যপারে এখনও সোনাক্ষীর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/ ১১ আগষ্ট ২০১৬/ সালাহ উদ্দীন