যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস বিমানবন্দরে আটকানো হল বলিউড বাদশাহ শাহরুখ খানকে। মার্কিন অভিবাসন দপ্তরের অফিসাররা জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটকান। এর আগেও অ্যামেরিকার বিমানবন্দরে আটকানো হয় কিং খানকে। বারবার যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে তাকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেতা।
তাকে আটকানোর কথা টুইট করে শাহরুখ জানান, ''আমি নিরাপত্তার গুরুত্ব বুঝি এবং তাকে সম্মান করি। কিন্তু, প্রতিবার মার্কিন অভিবাসন দপ্তর আটকালে খারাপ লাগে।'' তারপর তিনি টুইটে লেখেন, এর ভালো দিক হল এখন পোকেমন খেলে সময় কাটছে। জানা গেছে, ছেলে আরিয়ান এবং মেয়ে সুহানাকে নিয়ে অ্যামেরিকা গেছেন শাহরুখ।
এর আগে ২০০৯ সালের অাগস্টে এই অভিনেতাকে নিউ জার্সি বিমানবন্দরে আটকানো হয়। ফের ২০১২ সালে নিউ ইয়র্কে প্রায় ঘণ্টা তিনেক আটকে রাখা হয় তাকে।
বিডি-প্রতিদিন/এস আহমেদ