শাকিব খান ও শ্রাবন্তী অভিনীত যৌথ প্রযোজনার ছবি 'শিকারি' ভারতের পশ্চিমবঙ্গের ১১৫টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শুক্রবার কলকাতার ৮টি এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার আরও ১০৭টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পায়। এর আগে, ছবিটি ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তি দেওয়া হয়েছিল।
প্রথম দিনেই কলকাতার বিভিন্ন প্রেক্ষাগৃহে খবর নিয়ে জানা গেছে, প্রথম দিনের ‘শো’ থেকেই প্রেক্ষাগৃহগুলোতে ‘শিকারি' ছবির টিকিটের চাহিদা ছিল প্রচুর। দর্শকদের কাছে যথেষ্ট প্রশংসা আদায় করেছে ছবিটি। একই সঙ্গে বিভিন্ন বয়স এবং পেশার মানুষ শাকিব খানের অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন।
জাজ মাল্টিমিডিয়া এবং এসকে মুভিস'র ব্যানারের শিকারি ছবির পরিচালনা করেন জাকির হোসেন এবং জয়দীপ মুখার্জী।
ছবিতে আরও অভিনয় করছেন বাংলাদেশের অমিত হাসান, রেবেকা, শিবাসানু, সুব্রত এবং কলকাতার সব্যসাচী চক্রবর্তী, রুদ্র প্রতাপ, সুপ্রিয় দত্ত, লিলি চক্রবর্তী, খরাজ মুখার্জী ও রাহুল প্রমুখ।
বিডি-প্রতিদিন/১৩ আগস্ট, ২০১৬/মাহবুব