সালমান ভক্তদের জন্য সুখবর! শীঘ্রই বলিউডের সুপারস্টারের ওপর ভিত্তি করে নতুন একটি মোবাইল গেম বাজারে আসছে। বলা হচ্ছে, এটিই এখনও পর্যন্ত সবচেয়ে বড় সেলিব্রিটি গেম। পুণের ‘প্লেইজঅন’ নামের সংস্থা এই মোবাইল গেমটি নির্মাণ করেছে। গেমের নাম দেওয়া হয়েছে ‘বিইং সালমান’। সেখানে নায়ক সালমানকে দেখা যাবে দুষ্টু লোকেদের সঙ্গে লড়াই করতে।
শুধু নিজেদের পছন্দের সুপারস্টারকে অ্যাকশন করতেই দেখা নয়, রিল লাইফে অভিনেতার বিভিন্ন স্টাইল, ডায়লগ এবং সালমানের অভিনয়ের সঙ্গে জড়িত বিভিন্ন টুকরো টুকরো জিনিস অন্তর্ভুক্ত করা হবে এই গেমে।
‘প্লেইজঅন’-এর পরিচালক সংস্থা জেট সিন্থেসিস-এর এমডি রজন নবনি এই গেমের বিভিন্ন নতুনত্বের কথা জানান। তিনি বলেন, হতে পারে নায়কের গুলি করার ক্ষমতাকে বাড়ানোর জন্য আপনাকে বলা হল বন্দুক নয়, সানগ্লাস বদলান।
তিনি আরও জানান, এই গেম তৈরির সময় সালমান বিশেষভাবে অংশগ্রহণ করেন। এমনকী গেমের মধ্যে বহু জায়গায় নিজের গলাও দিয়েছেন সালমান। জানা গিয়েছে, চলতি মাসেই গেমটি বাজারে আসতে চলেছে। এর আগেও সালমান অভিনীত ‘বজরঙ্গী ভাইজান’ ছবির ওপর মোবাইল গেম তৈরি করেছিল এই সংস্থাটি।
তবে নির্মাতা সংস্থা জানিয়ে দিয়েছে, এই গেমে সালমানকে রাস্তায় গাড়ি চালাতে দেখা যাবে না বা কোন প্রাণীকে গুলি করতেও দেখা যাবে না। কারণ আর যাই হোক, এখানে সালমান পুরোপুরি ‘নায়ক’-ই থাকবেন।
বিডি প্রতিদিন/১৩ আগস্ট ২০১৬/হিমেল-০২