‘রুস্তম’ ছবির জন্য এক অভিনব প্রচারণা চালাতে শুরু করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডন অভিনীত ‘মোহরা’ ছবির গান ‘টিপ টিপ বর্ষা পানি’র সঙ্গে নাচের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। ভিডিওতে অবিকল রাভিনা ট্যান্ডনের মতো হলুদ একটি শাড়ি পরে নাচেন আলিয়া। তবে ভিডিওতে পুরো গানটির সঙ্গে রাভিনার মতো নাচেননি আলিয়া। বরং খানিকটা হাস্যরস তৈরির মাধ্যমে ‘রুস্তম’ ছবি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন দর্শকদের।
টিনু সুরেশ দেশাইয় পরিচলিত ছবি 'রুস্তম'। এতে নৌ সেনা অফিসার রুস্তম পাভরির চরিত্রে অভিনয় করছেন অক্ষয় কুমার। তার স্ত্রীর ভূমিকায় দেখা যাবে ইলিয়ানা ডি'ক্রুজকে।
এদিকে ভারতের লক্ষ্ণৌতে স্বাধীনতা দিবসে ‘রুস্তম’ ছবির বিনামূল্যে প্রদর্শনী করার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। দেশ প্রেমের প্রকাশ হিসেবে জেলার সকল মাল্টিপ্লেক্সের মালিকদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌতে এখন পর্যন্ত আটটি মাল্টিপ্লেক্সে মোট ১ হাজার ৭০৪টি আসন সংরক্ষণ করে রাখা হয়েছে। আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এই আসনগুলোর টিকিট বরাদ্দ দেওয়া হবে।
সূত্র: জি নিউজ
বিডি প্রতিদিন/১৩ আগস্ট ২০১৬/হিমেল-০৭