কণ্ঠশিল্পী, সুরকার, সংগীত পরিচালক ও মুক্তিযোদ্ধা লাকী আখন্দের চিকিৎসার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুই দিনব্যাপী কনসার্টের আয়োজন করা হয়েছে। ঢাবির টিএসসিতে আগামী ১৬ ও ১৭ আগস্ট ‘ট্রিবিউট টু স্যার লাকী আখন্দ’ শীর্ষক এই কনসার্টে গান করবেন দেশের ৩০টি জনপ্রিয় ব্যান্ড দল। কনসার্টে যোগ দেওয়া সংগীত প্রেমীরা লাকী আখান্দের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে পারবেন।
কিংবদন্তি সংগীত শিল্পী লাকী আখন্দ ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন হাসপাতালে শয্যাশায়ী। তার চিকিৎসার জন্য ভক্ত-অনুরাগীদের এগিয়ে আসতে এই কনসার্টের উদ্যোগ নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্যান্ড সোসাইটি।
কালজয়ী সুর স্রষ্টা লাকী আখন্দের চিকিৎসার তহবিল সংগ্রহের এই কনসার্টে গাইবেন শিল্পী তাহসানের দল তাহসান দ্য ব্যান্ড, আর্বোভাইরাস, অ্যাভয়েড রাফা, ওল্ড স্কুল, অ্যাশেজ, অর্জন, সহজিয়া, দুর্গ, চাতক, ওয়ারসাইট, হ্যাশ, নিউ সোনার বাংলা সার্কাস, চাতক, আনস্পেসিফাইড, এক্সেনেমি, আপেক্ষিক, অর্ব অব উইন্টার, অ্যাক্রিড, অজ্ঞাতনামা, মানব, অসৃক, ঢাকা ১২০৭, রোদ, ইকুয়েশন, স্ক্রিচ, ফ্রিড, নীল নকশা, স্কিলড ও রেডিয়েশন। এছাড়া অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বে অংশগ্রহণ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি।
কনসার্টের অন্যতম সমন্বয়কারী ব্যান্ডদল ‘অর্জন’ এর ভোকালিস্ট ও গিটারিস্ট লালন মাহমুদ জানান, ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কনসার্ট থেকে অর্জিত অর্থ লাকী আখন্দের পরিবারের কাছে হস্তান্তর করবেন।
বিডি প্রতিদিন/১৩ আগস্ট ২০১৬/হিমেল-১৩