ঐশ্বরিয়া রাই-এর পরে ক্যারিয়ার নষ্ট করার অভিযাগে সালমান খানকে দুষলেন এবার এক অভিনেতা! বিগ বস সিজন ৫ এর প্রতিযাগী আকাশদ্বীপ সায়গল তার অভিনয় ক্যারিয়ার নষ্ট করে দেওয়ার অভিযোগ আনলেন ভাইজানের বিরুদ্ধে। কিন্তু কে এই আকাশদ্বীপ?
ছোট পর্দার পরিচিত মুখ আকাশদ্বীপ সায়গল 'স্কাই ওয়াকার' নামেও পরিচিত। অভিনেতা হওয়ার পাশাপাশি তিনি একজন মডেলও। ছোট পর্দায় তিনি পরিচিতি পেতে ধারাবাহিক 'কিউকি সাঁস ভি কভি বহু থি'-এ কাজ করতে শুরু করেন।
২০১১ সালে বিগ বস সিজন ৫-এ তিনি অংশগ্রহণ করেন। তারপর দীর্ঘ ৭ বছর পর আবার পর্দায় ফিরছেন আকাশদ্বীপ। শোনা যাচ্ছে, সম্প্রতি তিনি একটি তামিল সিনেমায় অভিনয় করতে চলেছেন। এই প্রসঙ্গেই তিনি বলেন 'আমি কখনও কারোর ক্যারিয়ার নষ্ট করার জন্য কোন রকম জনসংযোগ করি না। আমার এত ছোট মানসিকতা নেই। আমি নিজেকে প্রভাবশালী প্রমাণ করার জন্য ১০ জন লোক নিয়ে ঘুরি না।' কথাগুলি তিনি বলেছেন বলিউড অভিনেতা সালমান খানের বিরুদ্ধে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানান, সালমান খানের জন্যই তাঁর ক্যারিয়ার নষ্ট হয়ে গেছে। প্রসঙ্গত, বিগ বস সিজন ৫-এর পর থেকেই তাকে সেইভাবে আর পর্দায় দেখা যায়নি।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/১৩ আগস্ট ২০১৬/হিমেল-১৭