অভিনেত্রী ও মডেল শ্রাবস্তী দত্ত তিন্নি একটি ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে বর্তমান স্বামীর ঘর ছাড়ার কথা জানিয়েছেন। সেখানে তিনি স্বামী আদনান হুদা সাদের নির্যাতনের শিকার হয়েছেন বলে জানিয়েছেন।
আজ শনিবার তিন্নি ফেসবুকে আরও লিখেছেন, ‘আমার সাথে অন্যায় হল। সাদ প্রতারক, অসুস্থ। আমাকে বোকা বানিয়েছে। আমাকে দিন নেই রাত নেই- অসম্ভব নির্যাতন করেছে সে। সে-ই সত্যিকার অপরাধী। আমি সারাজীবনের জন্য ওর বাড়ি ছেড়েছি।’ স্ট্যাটাসটিতে তিন্নি তার মেয়ের ছবিও যুক্ত করেছেন।
ভালোবেসে অভিনেতা আদনান ফারুক হিল্লোলকে বিয়ে করেছিলেন তিন্নি। হিল্লোল-তিন্নির একটি কন্যা সন্তান রয়েছে। কিন্তু সেই সংসার আর টিকেনি। পরে মিডিয়া থেকেই নিজেকে সরিয়ে নেন এই তারকা। এরপর শোনা যায় সাদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। কিন্তু আজকের ফেসবুক স্ট্যাটাসের পর গুঞ্জন উঠেছে, এবারও কি তাহলে ভাঙতে যাচ্ছে তিন্নির সংসার?
বিডি-প্রতিদিন/ ১৩ আগস্ট, ২০১৬/ আফরোজ