'মিশন মাদ্রিদ' ছবিতে প্রথমবার চুক্তিবদ্ধ হয়েছিলেন তিথি। কিন্তু নানা কারণে সেই ছবির শ্যুটিং শুরু হয়নি। এরপর অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল নৃত্যশিল্পী ও অভিনেত্রী তিথি নতুন ছবিতে কাজ করবেন। তবে কোন পরিচালকের ছবিতে কাজ করবেন, ছবির নায়ক কে ইত্যাদি বিষয়গুলো চেপে গেছেন তিনি। বলেছেন, সময় হলে সবাইকে জানাবো। এবার হয়তো সেই সময় এসেছে। তিথি জানালেন, সম্প্রতি রাজু চৌধুরী পরিচালিত ‘শুটার’ ছবিতে চুক্তি বদ্ধ হয়েছেন তিনি। ছবিতে তার বিপরীতে রয়েছেন সম্রাট। ছবির প্রধান চরিত্রে রয়েছেন শাকিব খান এবং বুবলি।
বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসিতে ছবির একটি আইটেম গানে পারফর্ম করেন তিথি। তার সঙ্গে ছিলেন সম্রাট। গানের কোরিওগ্রাফি করেন সাইফ খান কালু। তিথি বলেন, ‘এবারই প্রথমবার আইটেম গানে নাচলাম। প্রথমে আমি রাজি ছিলাম না। কিন্তু ‘শুটার’ ছবির প্রযোজক ইকবাল ভাইয়ের অনুরোধেই কাজটি করেছি। তাছাড়া ছবিতে আমার বিপরীতে আছেন সম্রাট ভাই। তার সঙ্গে কাজ করে অনেক ভালো লেগেছে। আশা করছি আইটেম গানের পাশাপাশি আমার অভিনয়ও সকলের কাছে ভালো লাগবে।’ ‘শুটার’ ছবিটি আগামী ঈদে মুক্তি পাবে বলে জানা গেছে।
বিডি-প্রতিদিন/ ১৩ আগস্ট, ২০১৬/ আফরোজ