এই মুহূর্তে বলিউডের হটেস্ট কাপল আলিয়া ভাট এবং সিদ্ধার্থ মালহোত্রা। ধীরে ধীরে সম্পর্কের ব্যাপারে মুখ খুলছেন দুই তারকাই। আর এ বার বিস্ফোরক 'কোট' পাওয়া গেল আলিয়ার পক্ষ থেকে। মহেশ-কন্যা জানালেন, সিদ্ধার্থর সন্তানের মা হতে চান তিনি!
না! সরাসরি একথা বলেননি আলিয়া। তবে পরোক্ষে যা বলেছেন তার মানে এটাই।
সম্প্রতি এক সাংবাদিক আলিয়াকে জিজ্ঞেস করেন, সুযোগ থাকলে বলিউডের কোন নায়কের সঙ্গে নতুন এক সভ্যতা শুরু করতে চাইবেন তিনি? অপশন হিসেবে রণবীর সিংহ, রণবীর কাপুর, সিদ্বার্থ মালহোত্রা-সহ এক ঝাঁক ইয়ং এজ নায়কের নাম দেওয়া হয়। এক মুহূর্ত না ভেবে আলিয়া বলেন, 'সিড'।
আলিয়ার এই উত্তরের পর ওয়েব দুনিয়ায় ভাইরাল হয়েছে তার ভাবনা। দর্শক বলছেন, সভ্যতা শুরু করতে গেলে তো সন্তান চাই। আর আলিয়া নিজে যখন সিদ্ধার্থর নাম বলেছেন, তখন সিদ্ধার্থর সন্তানেরই মা হতে চান নায়িকা! পরোক্ষে সেটাই কি বুঝিয়ে দিলেন তিনি?
বিডি প্রতিদিন/ ১৩ আগস্ট ২০১৬/ সালাহ উদ্দীন