হলিউডের সেই সাড়া জাগানিয়া মুভি বেবিস ডে আউট'-এর কথা নিশ্চয়ই কেউই ভুলে যাননি। বিশেষ করে মুভির সেই দুই বছর বয়সী বাচ্চাটাকে। বার বার দেখা এই মুভি মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। ওই সময় আট থেকে আশি— সবারই মন জয় করে নিয়েছিল এই হলিউড মুভি। সে সময় যারা শিশু তারা আজ সময়ের নিয়মে তরুণ-তরুণী। আর সেই একই নিয়মে ছবির নায়করাও আজ তরুণ। তাদের বয়স এখন প্রায় ২৪।
অবাক হলেন তো ‘ছবির নায়করা’ বলায়? আসলে ‘বেবিস ডে আউট’-এ একটি বাচ্চার কিডন্যাপের ঘটনা দেখানো হলেও ওই বেবি বিঙ্কের ভূমিকায় অভিনয় করেন দুই যমজ শিশু। একজনের নাম অ্যাডম রবার্ট ওয়ার্টন এবং অন্য জনের নাম জ্যাকব জোসেফ ওয়ার্টন। এবার দেখে নিন এখন কেমন দেখতে ‘বেবিস ডে আউট’-এর নায়ক বেবি বিঙ্কের ভূমিকায় অভিনয় করা দুই যমজ শিশুকে। আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/ ১৩ আগস্ট, ২০১৬/ আফরোজ