বিপাশা বসু সিং গ্রোভার তার ক্যারিয়ারের শুরুর দিকে সম্পর্কে জড়িয়েছিলেন ডিনো মোরিয়ার সঙ্গে। অত্যন্ত কঠিন ছিল সেই সব দিনগুলো। শেয়ার করলেন পুরনো সেই দিনের স্ট্রাগলের কথা। তাদের সম্পর্কের ক্যামিস্ট্রি পুরোপুরি ধরা পড়েছিল মহেশ ভট্টের ছবি 'রাজ'-এ। যদিও বহু চর্চার পরে সেই সম্পর্কে ইতি পড়েছিল।
সম্প্রতি তিনি শেয়ার করলেন ডিনোর সঙ্গে তার সম্পর্কের প্রথম দিককার কিছু কথা যা এর আগে কখনও জানা যায়নি। 'আজনবি' ছবিতে ডেবিউ করার আগে তিনি যখন মুম্বাই শহরে তার মডেলিং ক্যারিয়ার নিয়ে স্ট্রাগল করছিলেন, সেই সময়ে তার যাত্রাপথ একেবারেই সুখের ছিল না। জীবনধারণের জন্য তাকে অনেক লড়াই করতে হতো। বিপাশা জানিয়েছেন, ওই সময়ে নিজের নিরাপত্তার জন্য সব সময়ে একটি হাতুড়ি সঙ্গে রাখতেন তিনি। একটি বালিশও সঙ্গে রাখতেন। কারণ মাঝে মাঝেই তিনি ক্যাবে ঘুমিয়ে পড়তেন।
তিনি আরও বলেন, ক্যারিয়ারের শুরুতে তার যাত্রাপথ খুব কঠিন ছিল। কিন্তু বাবা-মা-কে কখনওই তিনি কিছু জানাতেন না। তখন বেশ কিছুদিন এমনও গিয়েছে যখন তার কাছে খাবার কেনার জন্য টাকাও থাকত না। শুধু কলা খেয়েই কাটিয়েছেন বহুদিন। সেই সময়ে ডিনো মোরিয়া এবং বিপাশা ১০ টাকার একটা থালি কিনে দু'জনে ভাগাভাগি করে খেতেন। বিপাশা খেতেন ভাত এবং ডিনো খেতেন চাপাটি। এছাড়া যখন বন্ধু-বান্ধবদের সঙ্গে রেস্তোরাঁয় যেতেন, তখন একটি আইসক্রিম অর্ডার করে সবাই মিলে খেতেন আর ঘন্টার পর ঘন্টা বসে থাকতেন।
সূত্র: এবেলা
বিডি প্রতিদিন/১৪ আগস্ট ২০১৬/হিমেল-০৭