দীর্ঘদিন ধরে শাকিল খানকে পর্দায় দেখেননি চলচ্চিত্র দর্শক। ঢালিউডের এক সময়ের এই ব্যস্ত নায়ককে শিগগিরই দেখা যাবে একটি টিভি অনুষ্ঠানে। বাংলাদেশ টেলিভিশনের একটি অনুষ্ঠানে সম্প্রতি হাজির হয়েছেন তিনি। অনুষ্ঠানটির নাম ‘তারকা কাহিনী’।
অনুষ্ঠানটির উপস্থাপিকা অভিনেত্রী অরুণা বিশ্বাস গণমাধ্যমকে জানিয়েছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে অনেকদিন পর শাকিল খানের সঙ্গে দেখা হলো আমার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন ফেরদৌসী আপা। এর আগেও চলচ্চিত্রের জনপ্রিয় অনেক মুখ এ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। তার ধারাবাহিকতায় এবার চিত্রনায়ক শাকিল খান আসলেন। এই অনুষ্ঠানটির মাধ্যমে দর্শক জানতে পারবেন তার অভিনয়ে আসার গল্প এবং কেন তিনি নেই। ‘তারকা কাহিনী’ মাসে দুইবার প্রচার হয়।
উল্লেখ্য, শাকিল খান অভিনীত জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে ‘আমার ঘর আমার বেহেশত’, ‘মগের মুল্লুক’, ‘কষ্ট’, ‘রক্ত পিপাসা’, ‘বাবা আমার বাবা’, ‘তোমাকেই খুঁজছি’, ‘অবুঝ বউ’ ইত্যাদি।
বিডি-প্রতিদিন/ ১৪ আগস্ট, ২০১৬/ আফরোজ