দুজনেই বলিউডের ক্ষুদে সেলিব্রেটি। তারা নাকি পরষ্পরের বেস্ট ফ্রেন্ড। এক জন্মদিনের পার্টিতে দুজন দুজনকে জড়িয়ে ধরলো।বলা হচ্ছে আরাধ্যা বচ্চন এবং আজাদ খানের কথা।
সম্প্রতি এক কমন ফ্রেন্ডের জন্মদিনে মা ঐশ্বরিয়া বচ্চন ও কিরণ রাওয়ের হাত ধরে হাজির হয় আরাধ্যা এবং আজাদ। পার্টিতে ঢোকার আগেই দেখা হয় দুই বন্ধুর। তখনই তারা একে অপরকে জড়িয়ে ধরে। মুহূর্তে ফ্রেমবন্দি হয় সেই বিশেষ মুহূর্ত। অভিষেক বচ্চন টুইটারে শেয়ারও করেছেন দুই বন্ধুর ছবি। অার সামাজিক যোগাযোগের মাধ্যমে তা এখন ভাইরাল।
এর আগেও বলিউড পাড়ায় আরাধ্যা-আজাদের বন্ধুত্বের কথা শোনা গিয়েছিল। কোনো পার্টিতে গিয়ে নাকি আজাদ আগে আরাধ্যার খোঁজ করে। এবার এক ফ্রেমে ধরা পড়ল দুই বন্ধু। সূত্র: আনন্দবাজার পত্রিকা।
বিডি-প্রতিদিন/ ১৫ আগস্ট, ২০১৬/ আফরোজ