করণ জোহরের ছবি 'স্টুডেন্ট অব দ্য ইয়ার'-এর হাত ধরে বলিউডে যাত্রা শুরু করেছিলেন বরুণ ধাওয়ান, সিদ্ধার্থ মালহোত্র ও আলিয়া ভাট। সেটা ২০১২ সালের কথা। এবার সেই ছবির সিক্যুয়েলে দেখা যাবে টাইগার শ্রফকে।
সম্প্রতি এক ট্যুইট বার্তায় ছবিটির পরিচালক-প্রযোজক করণ জোহর তার পরবর্তী ছবি 'স্টুডেন্ট অব দ্য ইয়ার'-এর সিক্যুয়েল নিয়ে জানালেন যে, 'স্টুডেন্ট অব দ্য ইয়ার ২'-এর মুখ্য ভুমিকায় দেখা যাবে টাইগার শ্রফকে। ছবির লোগো টুইট করে তিনি লেখেন, এই ছবি পরিচালনা করবেন পুনিত মালহোত্র।
এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ছবির মুখ্য অভিনেত্রী কে হতে চলেছেন, তা নিয়ে ভক্তদের মধ্যে এক প্রবল উদ্দীপনা তৈরি হয়েছে। সম্ভাব্য অভিনেত্রীদের তালিকায় রয়েছেন অমিতাভ বচ্চনের নাতনি নব্যা নভেলি, সাইফ আলি খানের মেয়ে সারা এবং শ্রীদেবী-কন্যা জাহ্নবী। তবে নায়িকা বাছাই এখনও চূড়ান্ত হয়নি।
করণ জোহরের ছবির মধ্য দিয়ে বলিউডে ডেব্যু করা অবশ্যই সৌভাগ্যের ব্যাপার। আর 'আই হেট লাভ স্টোরি’-খ্যাত পরিচালক পুনিত মালহোত্র নতুন জুটি নিয়ে ছবিটি দিয়ে কতখানি দর্শকপ্রিয়তা এনে দিতে পারেন সেটাই দেখার অপেক্ষা।
বিডি-প্রতিদিন/ ১৫ আগস্ট, ২০১৬/ আফরোজ