সেদিন কোনো শুটিং ছিল না। তাই ইউনিটের কেউ কাজের জন্য তাড়া দেয়নি। এজন্য নিজের খেয়ালে বিচে সময় কাটাচ্ছিলেন তিনি। সাদা টি-শার্ট আর লো-ওয়েস্ট জিন্সে ফ্রেমবন্দিও হলেন। সে ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার সঙ্গে সঙ্গে তা ভাইরাল। তিনি কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী। ইতালির বিচে তার একান্ত কিছু মুহূর্ত এখন ওয়েব ওয়ার্ল্ডে চর্চার বিষয়।
‘বস’ ছবির পর আবার একসঙ্গে জুটিতে পর্দায় রোম্যান্স করতে দেখা যাবে জিৎ-শুভশ্রীকে। 'অভিমান' নামের এই ছবিতে তাদের সঙ্গে অাছেন অভিনেত্রী সায়ন্তিকাও। পরিচালক রাজ চক্রবর্তীর পরিচলনায় আপাতত ছবির শুটিং চলছে ইতালিতে। সেখানেই ছুটির মুডে ধরা দিলেন নায়িকা।
বিডি-প্রতিদিন/১৫ আগস্ট, ২০১৬/মাহবুব