খুব শিগগিরি নতুন একটি গান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী হাবিব ও ন্যানসি। ‘তুমি আমার’ শিরোনামে গানটিতে একসঙ্গে কণ্ঠ দিবেন তারা। গানটি লিখেছেন কবির বকুল। সুর এবং সঙ্গীত পরিচালনা করেছেন হাবিব।
গানটি ‘সুলতানা বিবিয়ানা’ শিরোনামের একটি সিনেমায় ব্যবহৃত হবে। হিমেল আশরাফ পরিচালিত এই সিনেমাটির অডিও অ্যালবাম আসন্ন কোরবানির ঈদ উপলক্ষে প্রকাশিত হবে সিডি চয়েসের ব্যানারে।
এ প্রসঙ্গ ন্যানসি বলেন, ‘হাবিব ভাইয়ের সঙ্গে গান করাটা আমার জন্য বরাবরই ভালো লাগার মতো একটি ব্যাপার। এই গানটির কথা এবং সুর অনেক ভালো হয়েছে। আশা করছি আমাদের আগের গানগুলোর মতো এই গানটিও শ্রোতারা ভালোভাবে গ্রহণ করবে।
বিডি প্রতিদিন/১৬ আগস্ট ২০১৬/হিমেল-১১