বলিউড অভিনেতা অক্ষয় কুমারের ভক্ত যে ভারতীয় উপমহাদেশ ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও রয়েছেন তা প্রমাণ করে দিল অলিম্পিক। রিও অলিম্পিক্সের মঞ্চে খিলাড়ি অক্ষয় কুমারের গানে মেক্সিকোর সিনক্রোনাইজড সাঁতার পারফর্ম্যান্স দেখা গেছে। মেক্সিকান সাঁতারু-যুগল কারেম আচাচ ও নুরিয়া ডিওসডাডো অক্ষয় কুমারের 'খাট্টা মিঠা' ছবির 'আইলা রে আইলা' গানে পারফর্ম করে চমক সৃষ্টি করেছেন।
২০১০ সালে অক্ষয় কুমারের হিট ছবি 'খাট্টা মিঠা'-এ অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান। এটি ১৯৮৮-এর মালায়ালম ছবি 'ভেল্লানাকালুডে নাডু' থেকে রিমেক করা হয়। 'আইলা রে আইলা' গানটির সুর দিয়েছেন প্রীতম। গানে গলা মিলিয়েছন দালের মেহেন্দি এবং কল্পনা পাতোয়ারে। বলাই বাহুল্য যে, এই পারফর্ম্যান্সের পরে এই গানটি আরও বিখ্যাত হয়ে গিয়েছে। সূত্র: এবেলা।
বিডি-প্রতিদিন/ ১৬ আগস্ট, ২০১৬/ আফরোজ