আমেরিকার জনপ্রিয় সাময়িকী ফোর্বসের বিচারে এ বছর সেরা ধনী বলিউড অভিনেত্রী নির্বাচিত হয়েছেন দীপিকা পাড়ুকোন। সবচেয়ে রোজগেরে এ অভিনেত্রী আরো অর্থ উপার্জনের পথ খুঁজছেন। সে ভাবনা থেকে এবার নিজেই চলচ্চিত্র নির্মাণ ব্যবসায় নামতে চাইছেন তিনি।
প্রযোজনা প্রতিষ্ঠান খোলা নিয়ে এখন ব্যস্ত সময় পার করছেন দীপিকা। বেশ কিছু স্ক্রিপ্টও পড়েছেন। কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত নিয়ে বদনাম এবং আর্থিক ক্ষতি কোনোটাই গায়ে মাখতে চাইছেন না। তাই সময় নিচ্ছেন। ঠিকঠাক মতো সবকিছু মিলে গেলেই দেবেন আনুষ্ঠানিক ঘোষণা।
চলচ্চিত্র প্রযোজনায় বলিউড নায়িকাদের আসাটা এখন নিয়মিতই হয়ে গেছে। আনুশকা শর্মা তো 'এনএইচ ১০' ছবিটি দিয়ে বাজিমাত করে ফেলেছেন। যদিও ভোজপুরি চলচ্চিত্র দিয়ে প্রযোজনায় নামা প্রিয়াঙ্কা চোপড়া খুব একটা সুবিধা করতে পারেননি। চলচ্চিত্র প্রযোজনা করেছেন নেহা ধুপিয়া, লারা দত্তের মতো বলিউড অভিনেত্রীরাও।
বিডি প্রতিদিন/৬ অক্টোবর, ২০১৬/ফারজানা