শুরু হতে যাচ্ছে 'বিগ বস সিজন ১০'। সালমানের খানের উপস্থাপনায় বিগ বস অন্যতম একটি জনপ্রিয় একটি রিয়েলিটি শো। আর এই তুমুল জনপ্রিয় রিয়েলিটি শো এর সিজন ১০ এর সম্প্রচারের প্রথম দিন সালমানের সাথে উপস্থিত থাকবেন বলিউডের অন্যতম সেনসেশন দীপিকা পাড়ুকোন।
হলিউডে দীপিকার নতুন ছবি 'এক্স এক্স এক্স–দি জ্যান্ডার কেজ-এর প্রচারেই প্রথম দিন বিগ বসে আসার কথা তার। সেই পর্বের শুটিংই চলছিল বি টাউনে, সালমানের সঙ্গে বেশ কিছুটা সময় হাসি মজাতেই কাটালেন দীপিকা। গল্পটা এই পর্যন্ত হলে অবাক হওয়ার কিছু ছিল না।
কিন্তু এর পরেই ঘটল আসল ঘটনা। বিগ বসের শুটিং শেষ করেও দীপিকা ফ্লোরে প্রায় আধঘণ্টা বসে রইলেন। আর সেই অপেক্ষা চলছিল রণবীর সিংয়ের জন্য। পাশের ফ্লোরেই শুটিং চলছে রণবীর সিংয়ের তা জানা ছিল দীপিকার। শুটিং শেষ হওয়া পর্যন্ত তাই অপেক্ষা করলেন তিনি। কাজ সেরে রণবীর সিং বাইরে আসতেই নিজের গাড়িতে তুলে নিলেন তিনি। গাড়ি চলল দীপিকার বাড়িতে।
বিডি-প্রতিদিন/৭ অক্টবর, ২০১৬/তাফসীর