পাকিস্তানে ভারতীয় সব টিভি চ্যানেল নিষিদ্ধ করেছে দেশটির ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ পিইএমআরএ। আগামী শুক্রবার বিকেল ৩টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। খবর বিবিসির।
এ নিষেধাজ্ঞার ফলে পাকিস্তানের ক্যাবল টিভি অপারেটররা বলিউডের কোনো গান বা ছবিসহ ভারতীয় কোন খবর বা বিনোদনের কোনো অনুষ্ঠান আর প্রচার করতে পারবে না।
বিবিসি জানায়, ভারতীয় টিভি চ্যানেলে প্রচারিত চলচ্চিত্র বা বিনোদন বিষয়ক অনুষ্ঠান ও খবরা-খবর প্রতিবেশি দেশটিতে খুবই জনপ্রিয়।
তবে এই নিষেধাজ্ঞা জারির পরও যাদের নিজস্ব স্যাটেলাইট ডিশ রয়েছে তারা ভারতীয় টিভি চ্যানেল দেখতে পাবেন, বাকিরা বঞ্চিত হবে। পাকিস্তানের প্রত্যন্ত অঞ্চলের অনেকের বাড়িতে স্যাটেলাইট ডিশ আছে, যেখানে ক্যাবল নেটওয়ার্ক সুবিধা নেই।
বিডি-প্রতিদিন/২০ অক্টোবর, ২০১৬/মাহবুব