একটা সময় পামেলা অ্যান্ডারসনই ছিলেন পর্ন জগতের প্রথম সারির যৌনপ্রতিমা। আর সেই পামেলা অ্যান্ডারসনই পর্নোগ্রাফি দেখা বন্ধ করার অনুরোধ করছেন!
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানান, বিকৃতকাম পর্নোগ্রাফি দেখা এবং তা অনুসরণ করতে গিয়ে দুর্বিষহ হয়ে ওঠেছিল তার জীবন। তার সাবেক স্বামী রিক সলোমনের দিকে অভিযোগের আঙুল তুলে পামেলা জানান, মিলনের সময় কঠোর ভাবে আমার উপর চলত যৌন অত্যাচার! অন্তরঙ্গ মুহূর্তে আমার গায়ে থুতু ফেলত রিক! আমায় থাপ্পড় মারা হত, নানা ভাবে আঘাত করা হত। এভাবে রাতের পর রাত চলত যৌন নির্যাতন!
তিনি আক্ষেপ করে জানান, যৌনতা আর বিকৃত যৌনতার মধ্যে একটা সুস্পষ্ট পার্থক্য আছে। সেটা তো বুঝতে হবে। প্লেবয় কিন্তু কখনই যৌনবিকৃতি প্রচার করে না। তারা যৌনতার সুন্দর দিকটাকেই তুলে ধরে। দুর্ভাগ্যবশত, পৃথিবীর বেশির ভাগ মানুষ এখন পর্নোগ্রাফিতে বিকৃত যৌনতা দেখতে পছন্দ করে।
এখন বিকৃত যৌন অভ্যাসের পথ রোধ করার অন্য উপায় না পেয়ে, শেষ পর্যন্ত পর্নোগ্রাফি দেখা বন্ধ করার আবেদন জানিয়েছেন পর্নস্টার পামেলা!
বিডি প্রতিদিন/এ মজুমদার