সম্পর্কটাকে কি বাঁচিয়ে রাখার কথা ভাবছেন আরবাজ খান এবং মালাইকা অরোরা? তাদের কার্যকলাপ তো সে রকমই ইঙ্গিত দিচ্ছে!
সম্প্রতি মালাইকা এবং তার পরিবারের সঙ্গে বান্দ্রার এক রেস্তোরাঁয় ডিনার সারলেন আরবাজ। মালাইকা ছাড়াও ছিলেন তার মা, বোন অমৃতা এবং ভগ্নীপতি। গোটা সন্ধ্যাটা একসঙ্গে মজায় কাটান সকলে।
আরবাজ এবং মালাইকা অবশ্য এক গাড়িতে ফেরেননি। মালাইকা ফেরেন মায়ের সঙ্গে। অমৃতা এবং তার স্বামীর সঙ্গে এক গাড়িতে ওঠেন আরবাজ। কিন্তু দু’জনে একসঙ্গে অতটা সময় কাটানো ইতিবাচক দিকেই ইশারা করছে।
বিডি-প্রতিদিন/ ২২ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন