হলিউড অভিনেতা পিয়ার্স ব্রসনান অভিযোগ করেছেন যে তিনি জালিয়াতির শিকার হয়েছেন। যে বিজ্ঞাপনে তিনি অভিনয় করেছেন সেটি যে একটি পান মশলার বিজ্ঞাপন সে কথা তিনি জানতেন না। একটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে এমনটা জানিয়েছেন এই সাবেক ‘জেমস বন্ড’ তারকা।
পিয়ার্স ব্রসনান বলেন, ‘আমি একদমই জানতাম না তামাকজাত দ্রব্যের প্রচারে নামছি। বিজ্ঞাপন সংস্থার চুক্তিপত্রে তেমন কিছুই লেখা ছিল না। সংবাদমাধ্যমে এই নিয়ে লেখালেখির পর আমি জানতে পারি। তখনই জানতে পারি পান মশলায় সুপারি ও তামাকের মতো ক্ষতিকারক উপাদান রয়েছে। আমি খুব বেশি দুঃখ পেয়েছি। এর জন্য আফসোসের সীমা নেই।’
ব্যক্তিগত জীবনে ক্যানসারের কারণে নিজের প্রথম স্ত্রী ও মেয়েকে হারিয়েছেন ব্রসনান। সেই প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘ক্যানসারের কারণে প্রথম স্ত্রী ও মেয়েকে হারিয়েছি। বেশ কয়েকজন কাছের বন্ধুও হারিয়েছি। জেনেশুনে মানুষের পক্ষে ক্ষতিকারক কোনও কিছুর প্রচার করব না। যত দ্রুত সম্ভব এ ব্যাপারে পদক্ষেপ নেব। আমার এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি সবার কাছে ক্ষমা চাইছি।’
সম্প্রতি একটি পান মশলার বিজ্ঞাপনে তাকে দেখে চমক লাগে অনেকেরই। এক সময়ের জনপ্রিয় ‘জেমস বন্ড’ তারকার এমন কীর্তি দেখে সোশ্যাল মিডিয়া হাসির রোল উঠে। সব দেখেশুনে সাফাই দিতে এগিয়ে এলেন তিনি।
বিডি-প্রতিদিন/২২ অক্টোবর, ২০১৬/তাফসীর