হলিউড অভিনেত্রী লিন্ডসে লোহানের হাতে কোন টাকা নেই। অবস্থা এতটাই খারাপ অবস্থা, যে বাড়িভাড়া পর্যন্ত মেটাতে পারছেন না! তার উপর সাবেক প্রেমিক ইগর তারাবাসোভের অভিযোগ, লিন্ডসে তার জিনিসপত্র চুরি করেছেন!
লন্ডনের যে ফ্ল্যাটে লিন্ডসে থাকেন, সেটার গত ছ’মাসের ভাড়া মেটানোর নোটিস পৌঁছেছে লিন্ডসে লোহারের কাছে। ভাড়া পরিশোধ না করতে পারলে আদালতেও যেতে হতে পারে তাকে।
এদিকে, আবার লিন্ডসের সাবেক প্রেমিক ইগর তারাবাসোভের অভিযোগ, লিন্ডসে তার কাছ থেকে বেশ কিছু জিনিস সরিয়েছেন। সেই তালিকায় রয়েছে ডিজাইনার পোশাক, দামি ঘড়ি এবং সোনার ক্রুসিফিক্স। ইগর নাকি পুলিশের কাছেও বিষয়টি জানিয়েছেন। সব মিলিয়ে লিন্ডসের অবস্থা বেশ হতাশাজনক!
বিডি-প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৬/মাহবুব