'হায়দার', 'উড়তা পাঞ্জাব' ছবিগুলোতে শহীদ কাপুরের কাজের প্রতি একাগ্রতা সবার নজর কেড়েছে। কিন্তু ইদানিং আর কাজে মন নেই এ বলিউড অভিনেতার। এক নারীর কারণেই নাকি শহীদের মানসিক অবস্থার এ আমূল পরিবর্তন। দিনরাত ২৪ ঘন্টা যিনি কাজ নিয়ে ভাবতেন তিনিই এখন অবসর সময় পেলে আনন্দিত হচ্ছেন।
কে সেই নারী? সেই নারী আর কেউ নন। শহীদের একমাত্র কন্যা মিশা। পরিবারের এই নবীনতম সদস্য এরিমধ্যে বাবার সঙ্গে বেশ খাতির জমিয়ে ফেলেছে। শহীদের বক্তব্য, ও চায় আমি যেন কোথাও না যাই।
শহীদ বলেন, আমি সবটুকু সময় ওর দিকে তাকিয়েই কাটিয়ে দিতে চাই। এভাবে জীবনটা পরিবর্তিত হয়ে যাচ্ছে। মনে হয় মিশা তার ছোট ছোট আঙ্গুলগুলো দিয়ে আমাকে আটকে রাখতে চাইছে।
বিডি প্রতিদিন/২৩ অক্টোবর, ২০১৬/ফারজানা