বেশ কিছুদিন আগেই লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়েছেন তিনি। সম্প্রতি তিনি জানালেন মাত্র এগারো বছর বয়সে ধর্ষণের শিকার হয়েছিলেন। জেনে নিন আসল ঘটনা।
‘স্প্লিটসভিলা’-খ্যাত অভিনেতা ও মডেল গৌরব অরোরা বেশ কিছুদিন আগেই লিঙ্গ পরিবর্তন করে মেয়ে হয়েছেন। তার বর্তমান নাম গৌরী অরোরা। এমটিভি ‘স্প্লিটসভিলা’-তে থাকাকালীনই তাকে নিয়ে বেশ চর্চা হয়েছিল।
সম্প্রতি একটি পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন তার জীবনের এক চাঞ্চল্যকর তথ্য। মাত্র এগারো বছর বয়সে তার উপরে যৌন নির্যাতন করা হয়েছিল। সেই সময়ে ওই অপরাধীর বয়সও বেশ অল্পই ছিল। ছোটবেলা থেকেই তিনি মেয়েদের পোষাক পরতে ভালবাসতেন, যা তার পরিবার থেকে একেবারেই মেনে নেওয়া হয়নি। শুধু তাই নয়, সেই বয়সে তাকে একজন পুরুষের মতো আচার-আচরণ শেখানোর চেষ্টা চলে, সেই সময়েও তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল।
তিনি আরও জানিয়েছেন, এই ঘটনার জন্য তাকেই দোষারোপ করা হয়েছিল, কারণ তিনি মেয়েদের পোষাক পরেছিলেন বলে। এই ঘটনাটি ঘটিয়েছিল গৌরবের সহপাঠী কিছু ছেলে, যারা তার থেকে বয়সে ছয়-সাত বছরের বড় ছিল। টিউশনের পরে তাঁকে পার্কে ডেকে নিগ্রহ করা হয়। ছোটবেলা থেকেই তার ছেলেদের প্রতি বিশেষ আকর্ষণ ছিল, তাই প্রথমে তিনি বিষয়টি উপভোগ করলেও পরে তিনি সমস্যা বুঝতে পারেন।
বিডি-প্রতিদিন/ ২৩ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন