অ্যাঞ্জেলিনা জোলির পাঠানো বিবাহবিচ্ছেদের নোটিশের আপাতত কোনো জবাব দিচ্ছেন না পিট। কারণ এ অভিনেতা মনে করছেন, বিচ্ছেদের এই মামলা আদালত পর্যন্ত গড়ালে তাঁদের সন্তানেরা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
নোটিশে জোলি সন্তানদের একক অভিভাবকত্ব চেয়েছিলেন। আর পিট দাবি করছেন যৌথ ও সরাসরি অভিভাবকত্ব। কিন্তু এখনই এ নিয়ে জোলির সঙ্গে কোনো আইনি লড়াইয়ে জড়াতে চাইছেন না পিট। জোলি-পিট দুজনই নাকি এখন কিছুটা সময় নিতে চাইছেন। শান্তিপূর্ণভাবে সবকিছুর মীমাংসা হোক, এটাই তাঁদের পরিকল্পনা।
এ ছাড়া ২০১৪ সালে ফ্রান্সের গ্রাম কোরেনের যে বিশাল বাড়িতে ব্র্যাড ও জোলির বিয়ে হয়েছিল, সেটি তাঁরা বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন। শিগগিরই বিক্রির ঘোষণা দেওয়া হবে।
বিডি-প্রতিদিন/ ২৩ অক্টোবর, ২০১৬/ সালাহ উদ্দীন