কিছু দিন পরেই পুত্রসন্তানের মুখ দেখতে চলেছে পতৌদি পরিবার। মানে শোনা যাচ্ছে যে সাইফ আলি খান ও কারিনা কাপুরের কোল জুড়ে নাকি ছেলে সন্তান আসতে যাচ্ছে। লন্ডনে গিয়ে নাকি সেই পরীক্ষাও করিয়ে দেখেছেন কারিনা কাপুর খান আর সাইফ আলি খান। যাই ছেলে হোক বা মেয়ে সাইফের বোন সোহা আলি খান কিন্তু ফুপু হচ্ছেনই। কিন্ত বেশ অবাক করার মত একটি ঘটনা হল সোহা আলি খান তার ভাইয়ের অনাগত সন্তান নিয়ে নাকি মোটেও সন্তুষ্ট নন।
সোহা যে আসলে খুশী নন তা তার কার্যকলাপেই প্রকাশ পাচ্ছে। ক্রমাগত ভাইয়ের বউ কারিনা কাপুরের গর্ভাবস্থা নিয়ে সংবাদমাধ্যমের কাছে নানা কথা বলে চলেছেন সোহা। আর সেই বিবৃতিগুলোর কোনও টাই খুব একটা সোজা পথে হাঁটছে না। রীতিমতো ব্যঙ্গবিদ্রুপের সুর ঝরে পড়ছে সোহার বক্তব্যে। তার সঙ্গে বিরক্তিও লেগে আছে।
কিছুদিন আগেই একটি সাক্ষাৎকারে কারিনাকে নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন সোহা। সোহার কাছে জানতে চাওয়া হয়েছিল, তারা কেউ কেন কারিনার বিশ্রামের ব্যাপারটা মাথায় রাখছেন না? গর্ভাবস্থার শেষের দিকেও কেন তারা কারিনাকে কাজ করতে দিচ্ছেন? এমন প্রশ্নের জবাবে সোহা সরাসরি জানিয়ে দিলেন, “আমার অনেক বন্ধু আছেন যাঁরা আট মাসের গর্ভাবস্থাতেও কাজ করেছেন। কারিনাও করছে। যতক্ষণ পর্যন্ত ও সুস্থ আছে, এটা নিয়ে মাথা ঘামানোর দরকার আছে কি?”
সোহার এমন বক্ত্যব্যে স্বাভাবিক ভাবেই চমকে উঠেছিলেন সবাই। কিন্তু চমকের অনেক কিছু বাকি ছিল, তা টের পাওয়া গেল এবার। এবার সাংবাদিকদের উপর রীতিমতো ক্ষেপে উঠলেন সোহা। সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, ফুপু হিসেবে সোহা নিজে কি কোনও প্রস্তুতি নিচ্ছেন? কিছু কি কিনে রেখেছেন কারিনার সন্তানের জন্য?
জবাবে সোহা বলেন, “আমি না সত্যিই বুঝতে পারছি না ফুপু হিসেবে আমার ঠিক কী করা উচিত! বা, আদৌ কিছু করা উচিত কি না! কী করব আমি ফুপু হচ্ছি বলে? ঘর সাজাতে বসব? না কি করিনার সন্তান হচ্ছে বলে আমায় সোয়েটার বুনতে বসতে হবে?”
বিডি-প্রতিদিন/২৪ অক্টোবর,২০১৬/তাফসীর