রাজনৈতিক উত্তেজনার সূত্র ধরে ভারতীয় সিনেমা, টিভি চ্যানেল সবই বন্ধ করে দেয়া হয়েছে পাকিস্তানে। ভারতেও নিষিদ্ধ করা হয়েছে পাকিস্তানি অভিনয়শিল্পীদের। তবে এই সাংঘর্ষিক অবস্থাতেই পাকিস্তানে ভারতীয় সিনেমা 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ও 'শিবা' ছবিটি প্রদর্শিত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবিটিতে পাকিস্তানের ফাওয়াদ খান অভিনয় করেছেন। ভারতের সংবাদমাধ্যমগুলো এর আগে জানিয়েছে, ফাওয়াদের সব দৃশ্য নাকি ছেঁটে ফেলা হয়েছে। তবে পাকিস্তানের তরফে জানানো হয়েছে, তা সত্য নয়।
পাকিস্তানের চলচ্চিত্র পরিবেশক সংস্থার চেয়ারম্যান জোরাইজ লাসহারি বলেন, ফাওয়াদ থাকায় 'অ্যায় দিল হ্যায় মুশকিল' সিনেমাটি প্রদর্শিত হতে পারে। আর সরকারও সম্প্রতি 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ও 'শিবা' ছবি দুটির প্রদর্শনের বিষয়ে সম্মতি দিয়েছে।
জানা গেছে, 'শিবা' ছবিটিতেও পাকিস্তানের একজন অভিনয়শিল্পী কাজ করেছেন।
বিডি প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/ফারজানা