সমকামী প্রেমে মজেছেন কারা ডেলেভিন এবং ডাকোটা জনসন। হলিউড পাড়ায় অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল এই দুই অভিনেত্রীর প্রেমের খবর। তবে সেই শোনা খবর বুঝি সত্যি হতে যাচ্ছে।
এইস শোবিজ জানায়, এই বছরের শুরুতেই ‘ফিফটি শেডস অফ গ্রে’ সিনেমার নায়িকা ডাকোটা জনসনেরর সাথে সেন্ট ভিনসেন্ট এর সম্পর্কের সমাপ্তি হয় । কারা ডেলেভিনও নিজের সম্পর্কটা ধরে রাখতে পারেননি। তাই ডাকোটার দুঃখের দিনে কারাই হয়েছিলেন তার একমাত্র সুখ-দুঃখের সঙ্গী।
তাদের দুজনের নতুন এই সম্পর্কের সেতু বা পরিচয়দাতা হিসাবে ধরা হচ্ছে টেইলর সুইফটকে। গুঞ্জন শোনা যায়, যেদিন থেকে কারা টেইলরের বন্ধুদের সঙ্গে মিশতে শুরু করেন, তখন থেকেই ডাকোটার সাথে তার ঘনিষ্ঠতার সূচনা।
দুজন এতই ঘনিষ্ঠ হয়েছেন যে সবখানেই তাদের একসঙ্গে দেখা যাচ্ছে। এই সমকামি জুটি বন্ধুদের সঙ্গে হরহামেশাই ঘুরতে বের হচ্ছেন। যদিও সম্পর্কের ব্যাপারটি তারা নিজেরা এখনো স্বীকার করেননি।
বিডি-প্রতিদিন/২৬ অক্টোবর, ২০১৬/তাফসীর