সম্প্রতি টপলেস ছবিতে ভাইরাল হলেন বিগ ঘরের প্রতিযোগী বাণী জে। যদিও এর আগেও বিগ বসে তার নাম উঠেছিল। কিন্তু শারীরিক কারণে তিনি আসতে রাজি হননি।
টপলেস ফটোশুটের কারণেই তার নাম এখন নেট দুনিয়ায় সামনের সারিতে উঠে এলে। টিভির পর্দায় থেকেই দর্শকের মনে কীভাবে আসন পেতে হয় তা ভাল করেই জানেন বাণী জে।
এর আগেও যখন টপলেস ফটোশুট করেছিলেন তিনি। যে সময়ে জনপ্রিয়তা কুড়নোর কথা, ঠিক সেই সময়ই অন্যান্য প্রতিযোগীদের ছাপিয়ে আলোচনার সামনের সারিতে উঠে এসেছেন তিনি। নিয়মিত দর্শকদের অনেকেই তখন বলেছিল, বিগ ঘরের ভেতরে হোক বা বাইরে হোক, মানুষের মন কী করে নিজের দিকে ঘুরিয়ে নিতে হয় তা বাণী জে-র থেকে ভাল বোধ হয় কেউ জানে না।
জানা যায়, সারা শরীরে ট্যাটুর বাহারে তিনি দর্শকের নজর কাড়েন। এর আগে একাধিকবার বিগ বসে তাকে অংশ নেওয়ার অনুরোধ করা হয়েছিল। প্রতিবারই না করে দিয়েছিলেন বাণী। দাবি ছিল তার জন্য বিশেষ খাবারের। যে কারণে রাজি হয়নি চ্যানেল কর্তৃপক্ষ। কেননা তা হলে অন্য প্রতিযোগীদের প্রতি অবিচার করা হত। কিন্তু এবার তিনিই রাজি হয়েছেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার