বলিউড সুপারস্টার সালমান খানের পর এবার পুলিশের খাতা নাম উঠল তার বডিগার্ডেরও। মুম্বাইয়ে এক ব্যক্তিতে মারধরের অভিয়োগে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার রাতে আন্ধেরির উমর কুরেশি নামের এক ব্যক্তির সঙ্গে বাকবিতণ্ডা বাধে সালমানের বডিগার্ড শেরার। দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি এমনই তীব্র আকার ধারণ করে যে শেরা ওই ব্যক্তিকে মারধর করেন বলে অভিযোগ।
এই ঘটনার জন্যই শেরার বিরুদ্ধে আন্ধেরির ডি এন থানায় আইপিসি ৩২৩ এবং ৩২৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে। যদিও এখনই শেরার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে না পুলিশ।
বিডি-প্রতিদিন/২৭ অক্টোবর, ২০১৬/মাহবুব